জাতীয়

ধর্ষণসহ বিভিন্ন মামলার বিচারে দ্রুত কিছু বিচারক নিয়োগের সিদ্ধান্ত

বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিশেষ জুডিসিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Advertisement

সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০) সংশোধনের বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজওয়ান বলেন, ধর্ষণসহ বিভিন্ন মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিচারক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Advertisement

এমআইএইচএস/এএসএম