জাতীয়

১৯ দিন অনুপস্থিত থাকায় ভূমি মন্ত্রণালয়ের কর্মচারী বরখাস্ত

বিনা অনুমতিতে গত ৪ মাসে ১৯ দিন অনুপস্থিত থাকায় ভূমি মন্ত্রণালয়ের এক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। গত ১৩ জুন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (জরিপ) দফতরের অফিস সহায়ক মো. সাঈদীনকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়।

Advertisement

ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, গত ১০ জুন সাঈদীনের ডিজিটাল হাজিরা (ইলেকট্রনিক্স হাজিরা) পরীক্ষা করে দেখা যায় যে, তিনি গত ৪ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত মোট ১৯ দিন কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন। তার এ কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি মোতাবেক, কর্তব্যে অবহেলা এবং আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের আদেশ, নির্দেশ অবজ্ঞাকরণ তথা অসদাচরণ, যা শাস্তিযোগ্য অপরাধ।

এজন্য অফিস সহায়ক সাঈদীনকে বিধিমালা অনুযায়ী চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।

আরএমএম/এমএসএইচ/এমএস

Advertisement