আন্তর্জাতিক

কেরালায় এক আসনও পায়নি বিজেপি, সব কংগ্রেসের দখলে

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে এককভাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় বসছে মোদির বিজেপি। মোট ৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৫০টি আসন। তবে গোটা দেশে যখন কংগ্রেসের ভরাডুবি তখন ব্যতিক্রম কেরালা প্রদেশে। সেখানে একটি আসনও পায়নি বিজেপি।

Advertisement

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ৯০টির মতো আসনে জয়ী হয়েছে। বিভিন্ন আঞ্চলিক দলগুলো মিলে পেয়েছে ১০০টির বেশি আসন। গান্ধী পরিবারের ‌‘নিজস্ব আসন’ হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের আমেথি থেকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হেরেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে তিনি দ্বিতীয় আসন হিসেবে কেরালার ওয়েনাড জয়ী হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ফলাফল অনুযায়ী, কেরালা প্রদেশের মোট ২০টি লোকসভা আসনের মধ্যে ১৯টিতেই জয় পেয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট। শুধু আলাপ্পুঝা আসনটি পেয়েছে বামপন্থীদল। কংগ্রসের সানিমুল উসমানকে হারিয়ে বামের প্রার্থী এএম আরিফ জয়ী হয়েছেন।

আরও পড়ুন> হোটেলে বাসন মাজতেন রাহুলকে হারানো স্মৃতি ইরানি

Advertisement

কেরালার ওয়েনাড আসন থেকে প্রায় সাড়ে তিন লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একটি আসনও পায়নি মোদির নেতৃত্বাধীন বিজেপি জোট এনডিএ।

গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) পেয়েছিল ১২টি আসন এবং সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ জোট পেয়েছিল ৮টি আসন। সেবারের নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করলেও একটি আসনও পায়নি।

এসএ

Advertisement