জাতীয়

বাজার নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও কার্যকর হয়নি : খালেকুজ্জামান

সরকার মুখে বাজার নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি বলে জানিয়েছেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

Advertisement

তিনি বলেন, একদল মুনাফালোভী অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল ও দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে। রোজা শুরুর আগেই নিত্যপণ্যের দাম ২০ শতাংশ বেড়েছে। ব্যবসায়ীদের সমর্থন নিয়ে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।

সোমবার এক বিবৃতিতে খালেকুজ্জামান এ কথা বলেন।

তিনি বাজার নিয়ন্ত্রণে যথাযথ উদ্যোগ গ্রহণ, তথা বাজার মনিটরিং জোরদার, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জেলা-উপজেলা পর্যায়ে টিসিবিকে কার্যকর করার মাধ্যমে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও গণবণ্টন ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Advertisement

বিবৃতিতে খালেকুজ্জামান ১৫ রোজার মধ্যে গার্মেন্টসসহ সব শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি জানান।

এফএইচএস/এএইচ/এমকেএইচ