দেশজুড়ে

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদীর বারৈচায় কাভার্ডভ্যানের চাপায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Advertisement

এ সময় শিক্ষার্থীরা দুর্ঘটনা রোধে বারৈচা বাসস্ট্যান্ডে স্পিড বেকার, গোলচত্বর ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানায়।

গত বৃহস্পতিবার বেলাবো হোসেন আলী স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র রাব্বি (১৩) সাইকেল নিয়ে বাড়ি থেকে তার বাবার দোকানে যাচ্ছিল। ওই সময় মহাসড়ক পাড়াপাড়ের সময় ভৈরব থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে নিহত রাব্বির সহপাঠী ও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শনিবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পযর্ন্ত ঘরে ফিরবে না বলে জানায়। পরে বেলা সাড়ে ১২টার দিকে বেলাবো উপজেলা নিবার্হী কর্মকর্তা শামিমা শারমিন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

Advertisement

সঞ্জিত সাহা/আরএআর/এমএস