বিশেষ প্রতিবেদন

কার্ড আছে?

রাত ৮টা না বাজতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের কাছে খুবই চেনা ক্যাম্পাসটি যেন অচেনা হয়ে গেছে।

Advertisement

যে ক্যাম্পাসের প্রতিটি রাস্তায় কী ভোর-সকাল কী রাত-বিরাত শিক্ষার্থীরা বুক ফুলিয়ে চলতো সেই ক্যাম্পাসেই কীনা প্রবেশ করতে পদে পদে বাধার সন্মুখীন হতে হচ্ছে।

প্রতিটি প্রবেশ পথেই বেরসিক পুলিশ পথ আগলে জিজ্ঞাসা করছে কার্ড আছে? আইডেনটিটি কার্ড? সঙ্গে কার্ড না থাকলে পুলিশের মুখে একটি শব্দ, সরি। কিছুতেই প্রবেশ করতে দিচ্ছে না।

রোববার (১০ মার্চ) রাত সোয়া ৮টায় নীলক্ষেত মোড়ে দাঁড়িয়ে অসহায়ের মতো ভেতরে প্রবেশের অনুমতি না পেয়ে জসিমউদদীন হলের ছাত্র রাকিব হোসেন এ প্রতিবেদকের কাছে চেনা ক্যাম্পাস অচেনা লাগছে বলে মন্তব্য করেন।

Advertisement

সোমবার (১১ মার্চ) অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন সামনে রেখে ঢাবি ক্যাম্পাসে প্রবেশের বিভিন্ন পথে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাবি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ যারাই প্রবেশ করছেন তাদের আইডি কার্ড বা অনুমতিপত্র দেখাতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন প্রবেশপথে অসংখ্য নারী ও পুরুষ লাইনে দাঁড়িয়ে পুলিশকে কার্ড দেখাচ্ছেন কিংবা কথা বলছেন।

এমইউ/এএইচ/পিআর

Advertisement