ধর্ম

এবার বয়স্কদের জন্য জাতীয় কুরআন প্রতিযোগিতা

বিশ্বব্যাপী শিশু-কিশোর-তরুণ ও যুবকরাই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বয়স্কদের জন্য প্রতিযোগিতার আয়োজন তেমন একটা চোখে পড়ে না। এবার বয়স্কদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র কুরআনুল কারিমের প্রতিযোগিতা।

Advertisement

মধ্যপ্রাচ্যের দেশ কাতার বয়স্কদের জন্য এ আয়োজন করতে যাচ্ছে। কাতারের বয়স্ক ক্ষমতায়ন কেন্দ্র ‘ইহসান’-এর উদ্যোগে দেশটির ৬০ বছরের বেশি বয়স্কদের জন্য হেফজ ও তেলাওয়াত বিভাগে কুরআন প্রতিযোগিতার আয়োজন হতে যাচ্ছে।

কাতারের ইসলামি ও অ্যান্ডোমেন্টস মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হবে বয়স্কদের জাতীয় কুরআন প্রতিযোগিতা।

কাতারের ৬০ বছরের বেশি নাগরিকরা মোট তিনটি বিভাগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।> পুরো কুরআন হেফজ।> ২৬ পারা হেফজ। এবং> একটি সুরা তেলাওয়াত।

Advertisement

বয়স্কদের জন্য আয়োজন করা এ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য পুস্কার হিসেবে থাকবে ১ লাখ ৭ হাজার কাতারি রিয়াল।

আগামী ৭ মার্চ থেকে এ প্রতিযোগিতায় নিবন্ধন শুরু হবে। প্রতিযোগিতা শুরু হবে ২৪ মার্চ যা ১ এপ্রিল পর্যন্ত চলবে।

বয়স্কদের জন্য কুরআন প্রতিযোগিতার এ উদ্যোগ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করবে। ধর্মীয় অনুভূতি বৃদ্ধিতেও এ প্রতিযোগিতা কার্যকরী ভূমিকা রাখবে।

এমএমএস/এমকেএইচ

Advertisement