ধর্ম

৯০ বছরের বৃদ্ধার কুরআন হেফজ!

৯০ বছরের বৃদ্ধা হামাদিয়া জায়ায মুসা। ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরায় তার বসবাস। এ বয়সে কুরআন হেফজ করে তিনি বেশি বয়সে কুরআন মুখস্তের রেকর্ড গড়েছেন।

Advertisement

হামাদিয়া জায়ায ১৯২৯ সালে ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরার দক্ষিণে অবস্থিত আল-মুদাইনায় জন্মগ্রহণ করেন।

দীর্ঘ ৬ বছরের অক্লান্ত পরিশ্রমে তিনি পবিত্র কুরআন হেফজ করতে সক্ষম হন। কুরআনুল কারিম মুখস্ত করে তিনি প্রমাণ দিলেন মানুষের জীবনে বয়স শুধুমাত্র একটি সংখ্যা ছাড়া আর কিছুই নয়। ইচ্ছা থাকলে যে কোনো বয়সেই কুরআন শেখা সম্ভব।

পবিত্র কুরআন শিক্ষার জন্য ইরাকের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সমাধিস্থলে কুরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়। এ প্রশিক্ষণ প্রকল্পে অংশগ্রহণকারী হামাদিয়া জায়ায একজন সফল হাফেজ।

Advertisement

কুরআনের এ প্রশিক্ষণ প্রকল্পে তিনি নিয়মিত কুরআন অধ্যয়ন করতেন। তার এ নিয়মতান্ত্রিকতাই তার জন্য ৯০ বছর বয়সেও তার কুরআন মুখস্ত করা সহজ হয়ে যায়।

এ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ইরাকের বিভিন্ন শহরের প্রায় ৪ হাজার ৬০০ নারী ও পুরুষ পবিত্র কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন। বয়স্ক শিক্ষার্থীদের মধ্যে হামাদিয়া জায়ায মুসাও একজন।

এমএমএস/এমকেএইচ

Advertisement