ফরিদপুরের ভাঙ্গায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ব্রিজ থেকে পড়ে মো. নুরুদ্দিন হোসেন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুদ্দিন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা সদরের কামাল হোসেনের ছেলে। সে এ বছর মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগ এসএসসি পরীক্ষা শেষে ফলপ্রার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে ৪১ দিনের তাবলীগ জামাতে এসেছিল নুরুদ্দিন। ৬ দিন পরে তার বাড়িতে ফেরার কথা ছিল। তাই বন্ধুদের সঙ্গে বিকেলে ভাঙ্গা গোল চত্বর দেখতে এসেছিল। এসময় অসাবধানতাবশত ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায় ও মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, এক তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Advertisement
এন কে বি নয়ন/এমএন/এমএস