জাতীয়

হজে প্রাক নিবন্ধিতদের নিবন্ধন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

চল‌তি বছর অর্থাৎ ২০১৯ সালের হজযাত্রী নিবন্ধন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

Advertisement

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, পবিত্র হজ পালনের জন্য প্রাক নিবন্ধিত ব্যক্তিদের অবগতির জন্য জানানো যাচ্ছে, সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধন কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি থেকে এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধন কার্যক্রম ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের ২২৭৬৪ ক্রমিক এবং বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের ৪৭৯৮১৫ ক্র‌মিক পর্যন্ত হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, যথাসময়ে হজ নিবন্ধন সম্পন্ন করা না হলে এ বছর হজ পালনে আগ্রহী নন- মর্মে বিবেচনা করে পরবর্তী ব্যক্তিদের নিবন্ধনের জন্য ডাকা হবে।

Advertisement

এমইউ/বিএ