জাতীয়

রাতের বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

রাতের বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

রাতে ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। শনিবার (১২ জুলাই) রাত ১০টার পর হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি নামে।

Advertisement

সরেজমিনে দেখা গেছে, মৌচাক, গ্রিনরোড, মালিবাগ, ধানমন্ডিসহ অনেক এলাকায় সড়কে পানি জমে যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। পথচারীরা চরম দুর্ভোগের শিকার হন।

মৌচাকের বাসিন্দা আফজাল হোসেন বলেন, দিনভর গরম ছিল। হঠাৎ এই বৃষ্টি শান্তি দিলেও, রাস্তায় পানি উঠেছে হাঁটুসমান। কাজ শেষ করে বাড়ি যাচ্ছি, গাড়িও পাচ্ছি না।

পথচারী আব্দুল্লাহ আল হিশাম বলেন, ওষুধ নিতে বের হয়েছি। রাস্তায় পানি জমে হাটা যাচ্ছে না।

Advertisement

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থান থাকায় আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সোমবার থেকে দেশজুড়ে বৃষ্টি হতে পারে।

আরএএস/জেডএইচ/