অর্থনীতি

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার পেল প্রাণ-আরএফএল

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার পেল প্রাণ-আরএফএল

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের তৃতীয় সংস্করণে (২০২৫) ‘অনারেবল মেনশন’ ব্র্যান্ড হিসেবে পুরস্কার পেয়েছে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল।

Advertisement

শনিবার (১২ জুলাই) রাতে রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। প্রাণ-আরএফএল ছাড়াও ২২ ক্যাটাগরিতে দেশের ৬০টি টেকসই প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

আকিজ বশির গ্রুপের সৌজন্যে আয়োজিত এই পুরস্কারের মূল লক্ষ্য হচ্ছে, টেকসই উন্নয়নের জন্য কাজ করা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া।

সাস্টিনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী এ পুরস্কার গ্রহণ করেন। এসময় প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব সাসটেইনেবিলিটি সুমাইয়া তাবাসসুম আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন ইকুইটি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে প্রাণ। প্রতিষ্ঠানে নারীর জন্য সমতা এবং নেতৃত্বকে অগ্রাধিকারের উদ্যোগ নেওয়ায় প্রাণ-আরএফএল এই সম্মাননা পেয়েছে।

এ বছর ২২টি ক্যাটাগরিতে মনোনয়ন গ্রহণ করা হয়। ২৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন সময়কালে মোট ৪৫৭টি মনোনয়ন জমা পড়ে। যেখান থেকে কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়।

বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, আমরা এখন এমন একটি সময়ের মধ্যে আছি, যেখানে ব্র্যান্ডগুলোকে শুধু প্রতিশ্রুতিতে নয়, কাজের মাধ্যমেই নেতৃত্ব দেখাতে হবে। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস সেসব ব্র্যান্ডদের স্বীকৃতি দেয়, যারা শুধুই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছে না, বরং বাস্তব ও মাপযোগ্য পরিবর্তন ঘটাচ্ছে।

Advertisement

তিনি বলেন, এসব ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছে বাংলাদেশে দায়িত্বশীল ব্যবসা আসলে কেমন হওয়া উচিত।

এসএম/জেডএইচ/