যশোরের শার্শা সীমান্ত থেকে এক হাজার ৪৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাত সাড়ে ৮টার সময় শালকোনা সীমান্ত থেকে ফেনসিডিলের বড় এই চালানটি উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।
Advertisement
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার শালকোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আবু সাঈদের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের মেইন পিলার-৩১/৬ এস থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় অজ্ঞাত ১০-১৫ জন চোরাকারবারী বস্তাসহ ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়।
পরে বস্তাগুলো খুলে ভেতর থেকে এক হাজার ৪৮২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৯২ হাজার ৮শ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নে জমা করা হয়েছে।
জামাল হোসেন/এফএ/আরআইপি
Advertisement