ভৈরবের আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু এবং তার দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে।
Advertisement
ভিকটিম রাজু আহমেদ বাদী হয়ে বুধবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগে মোশারফ হোসেন মিন্টু, তার ছেলে মো. নাঈম ও মো. আবিদ এবং মো. রাকিব হোসেন বিল্লালের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে যে, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন মিন্টু ও তার পুত্র মো. নাঈম ও মো. আবিদ এবং তার ম্যানেজার মো. রাকিব হোসেন বিল্লালসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগের সদস্যদের নিয়ে সন্ত্রাসী গ্যাং পরিচালনা করেন।
Advertisement
ভৈরবে তাদের পরিচালিত জান্নাত হোটেল অ্যান্ড রিসোর্ট সংলগ্ন পাম্পের দোতলায় টর্চার সেলে অনেকবার ভিকটিম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। অভিযুক্ত আসামিরা স্থানীয়দের ওপর আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি, আর্থিক নিপীড়ন পরিচালনা করে আসছিল। কাউন্সিলর মিন্টু ও তার সহযোগীরা জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর কয়েক দফা হামলা চালায়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সবচেয়ে বড় হত্যাকাণ্ড, নির্দেশদাতা সাবেক এসি তানজিলমিন্টুর পরিচালিত টর্চার সেলে আটক-নির্যাতন ও মুক্তিপণ নেওয়া হতো। তার রোষানলের শিকার হয়েছেন অনেকে। নির্মম নির্যাতন করা হয়েছে আমাকেসহ অনেকে।
অভিযোগে আরও বলা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জান্নাত হোটেল ও রিসোর্টে উত্তেজিত ও বিক্ষুব্ধ স্থানীয় হাজার হাজার জনতা আগুন ধরিয়ে দেয়। কিন্তু মিন্টুরা রয়ে যায় এখনো ধরা ছোঁয়ার বাইরে। তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও টর্চার সেল বন্ধ রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।
এফএইচ/এমএইচআর/এএসএম
Advertisement