বিশ্বব্যাপী তাবলিগ জামাতের বড় আয়োজন টঙ্গী ময়দানের বিশ্ব ইজেতমা। ১৯৬৭ সাল থেকে শুরু হয়ে এবার চলছে ৫৪তম আসর। এবারের ইজতেমা এক সঙ্গে ২ ধাপে অনুষ্ঠিত হয়ে চলছে। ইতিমধ্যে প্রথম ধাপ শেষ হয়েছে। বিশ্ব ইজতেমার ২য় ধাপ আজ বাদ জোহর মাওলানা আব্দুল বারীর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে।
Advertisement
প্রথম ধাপের আয়োজনে ছিল বাংলাদেশের কাকরাইল মারকাজ। আর দ্বিতীয় ধাপের আয়োজন চলছে দিল্লির নিজামুদ্দিন মারকাজের তত্ত্বাবধানে।
আজ ১৭ ফেব্রুয়ারি জোহরের পর বয়ান করেন নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরুব্বি মাওলানা আব্দুল বারী। বয়ানের বাংলা তরজমা করেন তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা মুনির বিন ইউসুফ।
আরো যারা বয়ান করবেন তারা হলেন-- বাদ আছর : মাওলানা মোশাররফ হোসেন, কাকরাইল মসজিদের আহলে শুরা সদস্য।- বাদ মাগরিব : মাওলানা শামীম আহমদ, চলতি ইজতেমার জিম্মাদার ও নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি। বয়ানের অনুবাদ করবেন তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা আশরাফ আলী।
Advertisement
১৮ ফেব্রুয়ারি- বাদ ফজর : মাওলানা মুরছালিন, নিজামুদ্দিন মারকাজ। বয়ানের অনুবাদ করবেন, মাওলানা আব্দুল্লাহ।- কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে বয়ান : সকাল সাড়ে ১০টায় বয়ান করবেন বাংলাদেশের ইকবাল হাফিজ ও এলাহাবাদের শাহেদ।- খাওয়াছদের (ভিআইপি) বয়ান : সকাল ১০.৩০ মিনিটে বয়ান করবেন মুফতি সাজিদ, নিজামুদ্দিন মারকাজ। - বধিরদের উদ্দেশ্যে বয়ান : মাওলানা ওমর মেওয়াতি, নিজামুদ্দিন মুরব্বি।- আরবি খিত্তায় বয়ান : মাওলানা আব্দুল্লাহ, কাকরাইল।- ইংরেজি খিত্তায় বয়ান : প্রফেসর লিয়াকত, নিজামুদ্দিন মারকাজ।- মালশিয় খিত্তায় বয়ান : মুফতী শাহজাদ ও মুফতি রিয়াছত, নিজামুদ্দিন মারকাজ।- উর্দু খিত্তায় বয়ান : মাওলানা শওকত, নিজামুদ্দিন মারকাজ।- রুশ (রাশিয়া) খিত্তায় বয়ান : প্রফেসর নওশাদ, নিজামুদ্দিন মারকাজ।- চায়না খিত্তায় বয়ান : মাওলানা আসআদ, নিজামুদ্দিন মারকাজ।
উল্লেখ্য যে, আজ (১৭ ফেব্রুয়ারি) ঝড়-বৃষ্টি উপেক্ষা করে টঙ্গীর ময়দানে তাবলিগের সাথীরা জড়ো হতে থাকে।
এদিকে সকাল ৯টায় ইজতেমা ময়দানের মাশওয়ারার কামরায় নিজামুদ্দিনের শীর্ষ মুরুব্বী মাওলানা শামীম আহমদের জিম্মাদারীতে আলমি মাশওয়ারায় উল্লেখিত বয়ানের এই ফায়সালা সাব্যস্ত হয়।
এমএমএস/এমএস
Advertisement