রাজনীতি

ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের দায়িত্ব নিতে প্রার্থীদের প্রতি আহ্বান

দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পুনর্বাসনের লক্ষ্যে তাদের দায়িত্ব নিতে ৩০০ আসনের ধানের শীষ প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

Advertisement

তিনি বলেন, ‘আমাদের যারা প্রার্থী ছিলেন তাদের বলছি, যেসব নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা তাদের পাশে দাঁড়াবেন। আমরা এ বিষয়টি মনিটরিং করব। পরবর্তীতে সেটা দেখে মূল্যায়ন করা হবে।’

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সারাদেশে বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, আজকে অনেকেই আমাদের বলছেন, আমরা পরাজিত হয়েছি। আমরা পরাজিত হইনি, পরাজিত হয়েছে আওয়ামী লীগ। তাদের নৈতিক পরাজয় হয়েছে। তারা বুকে হাত দিয়ে বলুক যে, জনগণের ভোটে তারা নির্বাচিত, পারবে না।

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ, আহমেদ আযম খান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

কেএইচ/জেডএ/এমকেএইচ