জাতীয়

পোশাক শ্রমিক সুমনের পরিবারকে বাণিজ্যমন্ত্রীর অনুদান

সম্প্রতি আশুলিয়ায় নিহত পোশাক শ্রমিক সুমনের পরিবারকে এক লাখ টাকা নগদ আর্থিক অনুদান দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। নিহত সুমনের স্ত্রী তানিয়া এবং বাবা আমীর আলীকে এ অনুদান দেয়াহয়।

Advertisement

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর কার্যালয়ে এ অনুদানের টাকা হস্তান্তর করা হয়। এ সময় বাণিজ্যসচিব মো. মফিজুল ইসলামসহ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সাভারের আশুলিয়ার আনলীমা টেক্সটাইলে সিজারম্যান হিসেবে কাজ করতেন সুমন। গত ৯ জানুয়ারি মধ্যাহ্নভোজের বিরতি শেষে সুমনসহ কয়েকজন সহকর্মী কারখানায় ফিরছিলেন। তখন আশুলিয়ায় স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। সেখানেই সুমন নিহত হন।

শেরপুরের শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামে নিহত পোশাক শ্রমিক সুমনের বাড়ি। তার বাবা আমির আলী (৬৫) ঢাকায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করেন। মা গৃহিণী গ্রামের বাড়িতেই থাকেন। সুমনের বড় এক ভাই ও তিন বোন রয়েছেন। সুমন সবার ছোট।

Advertisement

এমইউএইচ/এএইচ/পিআর