প্রায় দুই বছরের বেশি সময় পরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। সবশেষ ২০১৬ সালের অক্টোবরে শেষবারের মতো সাদা পোশাকের ক্রিকেট খেলেছিলেন তিনি। এবার ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডে তাকে ডেকেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
Advertisement
২০১০ সালে টেস্ট ক্রিকেটে নাম লেখানো ব্রাভো ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন ৪৯টি টেস্ট ম্যাচ। নিজের পঞ্চাশতম ম্যাচে খেলতে নামার আগে সাদা পোশাকের ক্রিকেটে ৮ সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরিতে ৪০ গড়ে ৩৪০০ রান করেছেন ব্রাভো। ইংলিশদের বিপক্ষে নিজেদের ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা বাড়াতেই ব্রাভোকে ফেরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিজেদের সবশেষ টেস্ট সিরিজে বাংলাদেশের মাটিতে খেলতে এসে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যই দলটির।
ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক কমিটির প্রধান কোর্টনি ব্রাউন বলেন, 'গত বছরের শেষদিকে বাংলাদেশে কঠিন একটি টেস্ট সিরিজ কাটিয়েছি আমরা। এখন আমাদের সামনে সুযোগ সে ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর। যদিও ইংল্যান্ডের বিপক্ষে কঠিন একটি সিরিজই আশা করছি আমরা। তবে ঘরের মাঠে বরাবরই আমরা ভালো খেলে থাকি।
Advertisement
ব্রাভো ছাড়াও স্কোয়াডে ফিরেছেন দলের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসতে পারেননি তিনি। এছাড়া ইনজুরি আক্রান্ত আলঝারি জোসেফকেও স্কোয়াডে রাখা হয়েছে। সময়মতো ফিট না হলে তার পরিবর্তে ওশেন থমাসকে খেলাবে ওয়েস্ট ইন্ডিজ।
স্কোয়াডে নতুন মুখ দুইটি। জ্যামাইকার ২৬ বছর বয়সী বাঁহাতি ওপেনার জন ক্যাম্পবেল এবং ২০০৮ সালের যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেয়া ৩০ বছর বয়সী শামার ব্রুকসকে প্রথমবারের মতো দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
আগামী ২৩ জানুরারি ব্রিজটাউনে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। পরে ৩১ জানুয়ারি নর্থ সাউন্ডে দ্বিতীয় এবং ৯ ফেব্রুয়ারি গ্রস আইলেটে সিরিজের শেষ ম্যাচটি খেলবে দুই দল।
সিরিজের জন্যে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড জেসন হোল্ডার, ক্রেইগ ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টোন চেজ, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলঝারি জোসেফ, কেমার রোচ, জোমেল ওয়ারিকান এবং ওশেন থমাস।
Advertisement
এসএএস/জেআইএম