বিশ্বরেকর্ড করলেন ভারতীয় পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। এবার অ্যান্টার্কটিকার আগ্নেয়গিরি জয় করেছেন তিনি। আগেই সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছিলেন।
Advertisement
এবার তার মুকুটে যুক্ত হল নতুন পালক। সপ্তম আগ্নেয়গিরির চূড়ায় উঠে বিশ্বরেকর্ড করলেন সত্যরূপ। সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে এই কীর্তি অর্জন করলেন তিনি।
ভারতীয় সময় বুধবার সকাল ৬ টা ২৫ মিনিটে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরির ৪ হাজার ২শ ৮৫ মিটার উচ্চতার মাউন্ট সিডলি আগ্নেয়গিরির শিখরে পৌঁছে যান তিনি।
এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুলের দখলে। ৩৬ বছর ১৫৭ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সত্যরূপ তার সেই রেকর্ড ভাঙলেন ৩৫ বছর ৯ মাস বয়সেই। শুধু তাই নয়, দেশের একমাত্র পর্বতারোহী হিসাবে সপ্তশৃঙ্গ ও সাত আগ্নেয়গিরি জয় করলেন এই প্রকৌশলী।
Advertisement
টিটিএন/এমএস