খেলাধুলা

ফুটবল উন্নয়নে অঙ্গীকার বাফুফে-ডিএফএ’র

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে যৌথ উদ্যোগে ফুটবল উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েন (ডিএফএ)। শনিবার বাফুফে ভবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাত করে এ অঙ্গীকার করেছেন বিভিন্ন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিরা।

Advertisement

বাফুফে ও ডিএফএ কর্মকর্তাদের আলোচনায় ফুটবল উন্নয়নে আরো কী কর্মসূচি নেয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে জেলাগুলোয় বয়সভিত্তিক পর্যায়ের খেলা আয়োজন করা কিনা এবং ডিএফএর অবকাঠামো কিভাবে উন্নয়ন করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে সভায়।

যেসব জেলার লিগ শেষ হয়েছে সেই জেলার ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

যে সব ডিএফএর সভাপতি এ আলোচনায় উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন-রাঙ্গামাটির সাইফুল ইসলাম চৌধুরী ভুট্ট, যশোরের আসাদুজ্জামান মিঠু, জয়পুরহাটের এনায়েতুর রহমান আকন্দ, ঝালকাঠির আল মামুন খান ধলু, লক্ষ্মীপুরের মো. নূর উদ্দিন খান নয়ন, পাবনার হাবিবুর রহমান হাবিব ও শেরপুরের মানিক দত্ত।

Advertisement

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এএফসি ফিফা কাউন্সিল মেম্বার, এএফসি ও বাফুফে নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগও।

আরআই/এমএমআর/জেআইএম