জাতীয়

দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : গণপূর্তমন্ত্রী

দায়িত্ব নিয়ে প্রথম দিনই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা জানালেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

Advertisement

মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘দুর্নীতি ও অনিয়মের জায়গায় শক্তিশালী অবস্থানে বিশ্বাস করি। কেবিনেটের সদস্য হিসেবে দুর্নীতিতে জিরো টলারেন্স থাকবে। তবে গৎবাঁধা অনেক অভিযোগ কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ হয় না।’

তিনি বলেন, ‘সুনির্দিষ্টভাবে অভিযোগ উত্থাপিত হলে শুধু সমাধান নয় যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং সেটা অবশ্যই আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে।’

Advertisement

পূর্তমন্ত্রী বলেন, ‘যে মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে সেটা বড় মন্ত্রণালয়। এর ১২টি অর্গান রয়েছে। এখানে কাজের পরিসর অনেক বড়। আমার বিশ্বাস মন্ত্রণালয়ের সকলকে নিয়ে আগের চেয়ে গতি আরও বৃদ্ধি করতে পারব।’

‘আমি আইন পেশায় আসার আগে সংবাদ মাধ্যমে ছিলাম। সংবাদ মাধ্যমের জন্য প্রচণ্ড ভালোবাসা আমার রয়েছে। আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করার চেষ্টা করবো।’

আরএমএম/এএইচ/এমকেএইচ

Advertisement