দেশজুড়ে

নৌকায় চড়ে নড়াইলে মাশরাফি, জনতার ঢল

বিশেষভাবে সজ্জিত একটি নৌকায় চড়ে মধুমতি নদী পাড়ি দিয়ে কালনা ফেরিঘাট হয়ে নড়াইলে এসেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

Advertisement

এ সময় হাজারো ভক্ত-সমর্থক মাশরাফিকে বরণ করে নেন। নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আজই প্রথম নড়াইলে আসেন তিনি। তাই ভক্ত-সমর্থকদের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা। প্রথম দিনেই মাশরাফির প্রচারণায় নামে জনতার ঢল।

শনিবার দুপুর আড়াটার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট এলাকা দিয়ে নিজ সংসদীয় এলাকায় প্রবেশ করেন মাশরাফি। এ সময় মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি ও দুই সন্তানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালনা ফেরিঘাট এলাকায় আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, সাংগঠনিক সম্পাদক নড়াইল পৌরসভার মেয়র বিশ্বাস জাহাঙ্গীর আলম, লোহাগড়া উপজেলা সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, চেয়ারম্যান ফয়জুর আলম লিটু, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল ও সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন প্রমুখ।

Advertisement

পরে কুন্দসির মোড়, এড়েন্দা বাসস্ট্যান্ড, দত্তপাড়া বাসস্ট্যান্ড, নাকসি মাদরাসা বাজার বাসস্ট্যান্ডে পথসভা এবং নড়াইল শহরের পুরাতন বাস টার্নিমালের বঙ্গবন্ধু চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। মাশরাফির হাজার হাজার ভক্ত ওই জনসভায় অংশ নেন। এই ক্রিকেট তারকাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা তারা।

হাফিজুল নিলু/এএম/আরআইপি