ঢাকার ১৫টি আসনে মোট ২১৩ মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে ১৬১টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় বাতিল হয়েছে ৫২টি।
Advertisement
রোববার (২ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার কে এম আজম আলী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ঋণখেলাপির কারণেই অধিকাংশ মনোয়ন বাতিল হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারদের স্বাক্ষর না থাকায় অনেকের মনোনয়ন বাতিল হয়েছে।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হচ্ছে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।
Advertisement
কেএইচ/এএইচ/পিআর