রাজনীতি

জেএসডির ৪০ প্রার্থীর মনোনয়ন বৈধ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বৈধতা পেয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৪০ জন প্রার্থী।

Advertisement

রোববার সারাদেশের রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাই শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দলটির দফতর ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম আনছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেএসডি মনোনীত প্রার্থীদের মধ্যে যাদের মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়েছে তারা হলেন- লক্ষ্মীপুর-৪ আসনে দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সহ-সভাপতি তানিয়া রব, কুমিল্লা-৪ আসনে দলটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, লক্ষ্মীপুর-১ আসনে দলটির সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ফেনী-৩ আসনে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ঝিনাইদহ-১ আসনে দলটির সহ-সভাপতি দবির উদ্দিন জোয়ার্দার, নাটোর-১ আসনে আবদুস সালাম প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন।

Advertisement

বৈধতা পেয়েছেন নোয়াখালী-৩ আসনে আবদুল জলিল চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান ইসকান্দার রাজা চৌধুরী, যশোর-৪ আসনে আবদুস সালাম, চুয়াডাঙ্গা-১ আসনে মো. তৌহিদ হোসেন, ঢাকা-১৪ আসনে দলটির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, লক্ষ্মীপুর -১ ও লক্ষ্মীপুর-৩ আসনে দলটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।

মাগুরা-১ আসনে এম এ আউয়াল, জামালপুর-৫ আসনে মো. আমির উদ্দিন, ঢাকা-৮ ও লক্ষ্মীপুর-২ আসনে এম এ ইউসুফ, সিরাজগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট আবু ইসহাক, সিরাজগঞ্জ-৬ আসনে আবদুল হাই, খুলনা-৩ আসনে অ্যাডভোকেট আ ফ ম মহসীন, খুলনা-৬ আসনে আইয়ুব আলী বৈধতা পেয়েছেন।

বৈধতা পেয়েছেন বগুড়া-৭ আসনে রিয়াজুল মোর্শেদ টিটু, জামালপুর-৩ আসনে শফিকুল আলম শফিক, নারায়ণগঞ্জ-৩ আসনে এ এন এম ফখরুদ্দিন ইব্রাহিম, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে হেলাল-ই-আজম, নরসিংদী-৫ আসনে নাজমুল হক সিকদার, টাঙ্গাইল-৬ আসনে রবিউল আউয়াল, ঢাকা-৬ আসনে শাহ-আলম, বরিশাল-৬ আসনে এ কে এম নুরুল ইসলাম।

সাতক্ষীরা-২ আসনে মো. আফসার আলী, শরীয়তপুর-১ আসনে নুরুল ইসলাম, গাজীপুর-৪ আসনে অ্যাডভোকেট নাজিম উদ্দিন, চট্টগ্রাম-১১ আসনে ক্যাপ্টেন শহীদ উদ্দিন মাহবুব, নোয়াখালী-১ আসনে হাসান মর্তুজা আলী তাহের, চট্টগ্রাম-৭ আসনে মাহাবুবুর রহমান, কিশোরগঞ্জ-৩ আসনে ড. সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তৈমুর রেজা মো. শাহজাদ, ঢাকা-১২ আসনে মো. মজিবুর রহমান, ঢাকা-২০ আসনে এম এ মান্নান মনোনয়নের বৈধতা পেয়েছেন।

Advertisement

এইউএ/এনডিএস/জেআইএম