রাজনীতি

অা.লীগ প্রার্থীদের সাক্ষাৎকার ১৪ নভেম্বর

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অাওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ অাগামীকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর (বুধবার)। ওই দিন সকাল ১১টা থেকে ধানমন্ডি অাওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই সাক্ষাৎকার হবে।

Advertisement

জানা গেছে, একদিনেই সাক্ষাৎকার শেষ করা হবে। সাক্ষাৎকার নেবেন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা ও বোর্ডের সদস্যরা। বোর্ডের অন্য সদস্যরা হলেন- অাওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অামির হোসেন অামু, তোফায়েল অাহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও রাশিদুল অালম।

রোববার বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুরুতে দেয়া বক্তব্যে শেখ হাসিনা বিরোধীদের ভোটে অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানান। একইসঙ্গে সংশ্লিষ্ট দলের নেতাকর্মীদের অভিনন্দন জানান। অাগামী নির্বাচন মহাজোট গতভাবে করার বিষয়ে অালোচনা হয়। সে ক্ষেত্রে ১৪ দল নৌকা এবং জাতীয় পার্টি লাঙল নিয়ে নির্বাচন করবে।

Advertisement

এফএইচএস/জেএইচ/আরআইপি