রাজনীতি

৯ মাস পর ২০ দলের বৈঠকে অলি

২০ দলীয় জোটের বৈঠক চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

Advertisement

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এই প্রথম ২০ দলের বৈঠকে যোগ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অলি আহমেদ।

এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম জাগো নিউজকে জানান, রাজনৈতিক সমীকরণে অবস্থানগত কারণে অলি আহমেদ এতোদিন ২০ দলের বৈঠকে উপস্থিত হননি। তবে আগামীকাল রাজশাহীর বৈঠকে তিনি যোগ দেবেন।

অপর একটি সূত্র জানায়, অলি আহমেদকে ২০ দলের প্রধান সমন্বয়কারী করা হচ্ছে।

Advertisement

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে পর্যালোচনা হবে বলে জানা গেছে।

এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) ইবরাহিম, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির ড. রেদওয়ান আহমেদ, জামায়াতের মাওলানা আব্দুল হালিম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাপার মোস্তফা জামাল হায়দার, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আব্দুর রকিব, ন্যাপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাওন সাদেকী প্রমুখ উপস্থিত রয়েছেন।

বৈঠক শেষে বিএনপির এ জোটে বাংলাদেশ জাতীয় পার্টি এবং পিপলস পার্টি অব বাংলাদেশ এ দুটি দল যুক্ত হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

কেএইচ/এনডিএস/এমএস

Advertisement