শিক্ষা

এমপিওভুক্ত হচ্ছেন কারিগরির ২২৮ শিক্ষক

বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ২২৮ শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের মধ্যে এসএসসি (ভোকেশনাল) শাখায় ৪১ এবং এইচএসসি (বিএম) শাখায় ১৮৭ শিক্ষক রয়েছেন। এসব শিক্ষকদের এমপিও বাবদ সরকারি কোষাগার থেকে বাৎসরিক প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

Advertisement

কারিগরি শিক্ষা অধিদফতর থেকে জানা গেছে, বেসরকারি কারিগরিতে অনুমোদিত বিভিন্ন শ্রেণি, ট্রেড ও স্পেশালাইজেশনে ২০১১ সালের ১৩ নভেম্বরের পরে নিয়োগপ্রাপ্ত ভোকেশনাল ও বিএম শাখার ২২৮ শিক্ষক ও প্রভাষকদের এমপিওভুক্তিকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব শিক্ষকদের বাৎসরিক বেতন-ভাতাসহ ৬ কোটি ৩৭ লাখ ২৯ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছর থেকে এসব শিক্ষকদের এমপিও সুবিধা প্রদান করা হবে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এ অর্থ ছাড়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের উপসচিব তানিমা তাসনিম স্বাক্ষরিত গত ৩১ অক্টোবর এসব শিক্ষকদের বেতন-ভাতা ও সহায়তা বাবদ অর্থ ছাড়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব জাকির ভূইয়া জাগো নিউজকে বলেন, দেশের বিভিন্ন বেসরকারি ভোকেশনাল ও বিএম প্রতিষ্ঠানে ২০১১ সালের পরে নিয়োগ পেলেও এখন তাদের এমপিওভুক্ত করা হয়নি। চলতি অর্থবছর নির্ধারিত বাজেট থেকে তাদের এমপিওভুক্তকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

তিনি বলেন, নতুন করে ২২৮ শিক্ষককে এমপিওভুক্তি বাবদ ব্যয় নির্ধারণ করা হয়েছে। এ অর্থ ছাড়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত এ অর্থ ছাড় দেয়ার কথা রয়েছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে তাদের এমপিভুক্তির আওতায় আনা হবে।

এমএইচএম/জেএইচ/পিআর