ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের পুতে রাখা মাইন বিস্ফোরণে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই পুলিশ সদস্যরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য। বিস্ফোরণে আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
Advertisement
পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের বিজাপুর জেলার মুরদানদা ক্যাম্পের কাছে স্থানীয় সময় শনিবার বিকাল চারটার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ক্যাম্পটি আয়াপাল্লি পুলিশ স্টেশনের অধীনে রয়েছে। ওই এলাকায় পুলিশের ১৬৮ ব্যাটালিয়ন টহলে বের হলে বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুলিশের গাড়ি উল্টে যায়।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে চার পুলিশ সদস্য নিহত এবং আরও দু'জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর পরই সেখানে সেনা মোতায়েন করা হয় এবং আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়।
বিজাপুরসহ ছত্তিশগড়ের অন্যান্য মাওবাদী-অধ্যুষিত জেলাগুলোতে আগামী ১২ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে। চার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট হবে। এ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী রামান সিং বিজেপির প্রচারণা শুরুর দিনই এই হামলার ঘটনা ঘটল।
Advertisement
টিটিএন/পিআর