খেলাধুলা

ঘরের মাঠে শুভাশিষের পাঁচ উইকেট

প্রথম দুই রাউন্ডে নিতে পেরেছিলেন মাত্র ২টি উইকেট, যার ফলে বাদ পড়ে গিয়েছিলেন তৃতীয় রাউন্ড থেকে। তবে চতুর্থ রাউন্ডে দলে ফিরেই আগুন ঝরালেন ডানহাতি পেসার শুভাশিষ রয়। তার বোলিং ঝড়ে মাত্র ১৪৭ রানের সংগ্রহ নিয়েও বরিশালের বিপক্ষে লিড নেয়ার স্বপ্ন দেখছে স্বাগতিক রংপুর।

Advertisement

রংপুরের ক্রিকেট গ্রাউন্ডে চলমান ন্যাশনাল ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে গুটিয়ে গিয়েছে রংপুর। প্রথম দিন শেষে সুবিধা করতে পারেনি বরিশালও। শুভাশিষের তোপে শেষ বিকেলে দুই উইকেট হারায় তারা।

দ্বিতীয় দিন সকালেও নিজের আগুন ঝরানো বোলিং চালিয়ে নেন ২৯ বছর বয়সী এ ডানহাতি পেসার। একে একে তুলে নেন আল-আমিন, রাফসান আল মাহমুদ ও সোহাগ গাজীর উইকেট। আগের দিন ফিরিয়েছিলেন শাহরিয়ার নাফিস ও শামসুল ইসলামকে।

প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি শুভাশিষের তৃতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার। এবারের এনসিএলে এটিই প্রথম। শুভাশিষের সাথে তরুণ পেসার রবিউল হক উইকেট উৎসবে যোগ দিলে বিপর্যয়ে পড়ে যায় বরিশাল।

Advertisement

এ প্রতিবেদন লেখার দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বরিশালের সংগ্রহ ৭ উইকেটে ১২২ রান। রংপুরের প্রথম ইনিংসের রান টপকাতে প্রয়োজন আরও ২৫ রান, হাতে আছে ৩ উইকেট। ১৫ ওভারের স্পেলের ৬ মেইডেনের সাহায্য ৪২ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন শুভাশিষ। রবিউলের সংগ্রহ অন্য দুই উইকেট।

এসএএস/জেআইএম