জাতীয়

অ্যাম্বুলেন্সে ৬৬৫ বোতল ফেন্সিডিল

রাজধানীর গাবতলী এলাকায় একটি অ্যাম্বুলেন্স থেকে ৬৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ট্রাফিক সার্জেন্ট।

Advertisement

মঙ্গলবার সকালে গাড়ির নিয়মিত অভিযানের গাড়ির কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় এগুলো উদ্ধার করা হয়।

এক বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, সকালে গাবতলী ট্রাফিক পুলিশ বক্সে ডিউটি করার সময় একটি অ্যাম্বুলেন্স কাগজ পত্র চেক করার জন্য থামায় দায়িত্বরত সার্জেন্ট।

অ্যাম্বুলেন্সটি থামিয়ে ড্রাইভারকে কাগজপত্র দেখাতে বললে ড্রাইভারের কথাবার্তা সন্দেহজনক মনে হয়। তারপর গাড়িতে কি আছে দেখতে গেলে ড্রাইভার দৌড়ে পালিয়ে যায়। পরে অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে তিনটি বস্তা দেখতে পান সার্জেন্ট এবং তিনটি বস্তা থেকে ৬৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

Advertisement

এ ঘটনায় দারুস সালাম থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এআর/এসএইচএস/এমএস