গুরুতর অসুস্থ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমানকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। রোববার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
Advertisement
পরিবার সূত্রে জানা গেছে, তার সঙ্গে রয়েছেন মেয়ে ও ভাই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (কলেজ-১) এ কে এম মাসুদও সঙ্গে যাচ্ছেন।
স্বজনরা জানান, গত বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জ্বরে আক্রান্ত হন মাউশি মহাপরিচালক। পরিস্থিতির অবনতি হলে ওইদিন রাতেই তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।
সেখান থেকে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএসএমইউ)। বৃহস্পতিবার থেকে তাকে অক্সিজেন দেয়া হয়। এরপর নেয়া হয় আইসিইউতে।
Advertisement
গত শনিবার মো. মাহাবুবুর রহমানের নিউমোনিয়া ধরা পড়ে। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন।
মাউশি মহাপরিচালকের চিকিৎসার খোঁজ-খবর নিতে শনি ও শুক্রবার দুই দফায় হাসপাতালে যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
এমএইচএম/বিএ/জেআইএম
Advertisement