ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. ওসমান গনি মারা গেছেন।
Advertisement
বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডিএনসিসির প্রধান তথ্য কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেন।
মামুন জানিয়েছেন, ৬৯ বছর বয়সী ওসমান গনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও ৪ পুত্র রেখে গেছেন। গত ১৪ আগস্ট চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।
Advertisement
উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক অসুস্থতার কারণে বিদেশে অবস্থান করার সময় গত বছরের সেপ্টেম্বরের প্রথম দিকে ওসমান গনিকে প্যানেল মেয়র মনোনীত করা হয়।
রোববার বেলা ১১টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হবে বলেও জানিয়েছেন এ এস এম মামুন।
ওসমান গনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেলভুক্ত মেয়র মো. জামাল মোস্তফা। তিনি বলেন, ‘ওসমান গনির মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একজন অভিভাবক হারালো। তিনি ছিলেন একজন সৎ ও সহজ-সরল রাজনীতিবিদ।’
এএস/এনএফ/এমএস
Advertisement