ধর্ম

দেশের শীর্ষস্থানীয় আলেম আল্লামা মুহাম্মদ নোমানের ইন্তেকাল

বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানির হাতেগড়া ছাত্র, মুরিদ ও খলিফা মাওলানা শায়খ মুহাম্মদ নোমান (১০২) বার্ধক্যজনিত কারণে গত (11-09-2018) মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রামের পটিয়ার আলমদর পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

Advertisement

নিভৃতচারি আল্লামা শায়খ নোমান দুনিয়া বিমুখ ছিলেন। তিনি ইলম, আমল, মুজাহাদার পাশাপাশি উপমহাদেশে ওলামায়ে দেওবন্দের সোনালী ইতিহাসের প্রত্যক্ষদর্শী৷

বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানে তিনি বছরে সবক ইফতিতাহ বা খতমি অনুষ্ঠানে বরকতান দোয়ার জন্য আসতেন। তার মৃত্যুতে দেশ-বিদেশের আলেম-ওলামাদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়সহ অসংখ্য গুণগ্রাহী ভক্তবৃন্দ ও ছাত্র-শিক্ষক রেখে গেছেন।

Advertisement

গত এপ্রিল ও মে মাসে রাজধানী ঢাকার নতুনবাগ জামিয়ার উদ্যোগ ও তত্ত্বাবধানে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পরিচর্যায় তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। পরে মে মাসের ২ তারিখ সামান্য সুস্থ হয়ে ওঠলে তিনি ঢাকা থেকে চট্টগ্রামের নিজ বাড়িতে চলে যান।

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার আগে নতুনবাগ জামিয়া মসজিদে সবার উদ্দেশ্যে তাকওয়া ও তাযকিয়ার উপর দীর্ঘ বয়ান পেশ করেন।

আল্লাহ তাআলা যুগশ্রেষ্ঠ এ আলেমের জীবনের ইলমে দ্বীনের সব মেহনতকে কবুল করুন। জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএম/আরআইপি

Advertisement