স্বাস্থ্য

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট চালু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই ইউনিট চালু করা হয়েছে।

Advertisement

রোববার (২৩ ফেব্রুয়ারি) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ট্রান্সফিউশন (রক্ত পরিসঞ্চালন) ইউনিটের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

এসময় তিনি বলেন, আমরা চাই স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। তারই অংশ হিসেবে শহরের বাইরে গ্রামীণ পর্যায়ে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Advertisement

আরও পড়ুন‘মাগো মাগো’ বলে চিৎকার ব্যবসায়ীর, দেদারসে গুলি চালায় ডাকাতরা ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং 

এ উপলক্ষে এক মেলার আয়োজন করা হয়। মেলায় ৩২টি স্টলে নানান প্রকারের ও স্বাদের পিঠা প্রদর্শন করা হয়। এ আয়োজনে প্রথম হন সিনিয়র স্টাফ নার্স অপু দত্ত, দ্বিতীয় স্বাস্থ্য সহকারী উম্মে সালমা এবং তৃতীয় হয়েছেন সহকারী ডেন্টাল সার্জন ডা. আয়েশা আকতার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, বোয়ালখালীতে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ব্লাড ট্রান্সফিউশন ইউনিট চালু হয়েছে। এর মাধ্যমে ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, স্ক্রিনিংসহ রক্ত পরিসঞ্চালনের সব ধরনের সেবা পাওয়া যাবে।

তিনি বলেন, এতদিন রক্ত পরিসঞ্চালনের যাবতীয় সেবা পেতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হতো। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সেবা এখন বোয়ালখালীতে পাবেন।

এমডিআইএইচ/কেএসআর

Advertisement