দেশের পুজিবাজারে টানা চার দিন দর পতন অব্যাহত রয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই বাজারে সূচক ও লেনদেনের পতন হয়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।বাজার বিশ্লেষণে দেখা যায়, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে চার হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে এক হাজার ১৮৪ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে।টাকার অংকে লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ১১৪ কোটি টাকা কম। সোমবার লেনদেন হয়েছিল ৬৬০ কোটি টাকা।ডিএসইতে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১১টির দাম বেড়েছে, কমেছে ১৭৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে ৮ হাজার ৯৫৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭০ পয়েন্ট, সিএসই৩০ সূচক ৫৪ পয়েন্ট কমে ১২ হাজার ২৭৭ পয়েন্টে এবং সিএএসপিআই ৮৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৭০৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৫৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৮ লাখ টাকার। এসআই/এসকেডি/এমআরআই
Advertisement