সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি কোম্পানি কর্মরত সৌভাগ্যবান ১০ প্রবাসী যৌথভাবে ১০ লাখ ডলারের লটারি জিতেছেন। আমিরাতের দুবাই ডিউটি ফ্রি র্যাফেল ড্রতে তারা এই লটারি জিতেছেন।
Advertisement
গত ১৮ জুলাই ভারতীয় প্রবাসী গুরমিত সিং (৩৮) দুবাইয়ের এই লটারির একটি টিকেট ক্রয় করেন। ২৮০ সিরিজের এই টিকেট নম্বর ১১৯৭। পেশায় শো রুম ম্যানেজার এই ভারতীয় নাগরিক টিকেট কিনে অফিসে ফেরার পর সহকর্মীদের সঙ্গে টিকেটের মূল্য ভাগাভাগি করেন। তখন শর্ত দেন লটারিতে টিকেট বিজয়ী হলে তারা পুরস্কারের অর্থ সমানভাবে ভাগ করে নেবেন।
আরও পড়ুন >> বন্যার্তদের পিঠে চড়িয়ে ১০ লাখ টাকার গাড়ি পেলেন তিনি (ভিডিও)
তিনি বাংলাদেশ, ভারত ও ফিলিপিনোর ৯ প্রবাসীর কাছে সেই সময় লটারি কেনার অর্থ তুলেন। সৌভাগ্যবান এই ভারতীয়র কেনা টিকেটই দুবাই ডিউটি ফ্রি র্যাফেল ড্রতে জয়ী হয়েছে। লটারিতে বিজয়ী হওয়ার পর এখন পুরস্কারের অর্থ সমভাবে ভাগ করা হবে বলে জানিয়েছেন গুরমিত।
Advertisement
১০ লাখ ডলার মূল্যের (বাংলাদেশি ৮ কোটি ৩৯ লাখ ৮ হাজার টাকা) এই পুরস্কারের ব্যাপারে গুরমিত সিংহ বলেন, এটা সত্যিই আমার কাছে অত্যাশ্চর্যের মতো।
এসআইএস/এমএস