নর থেকে নারী হওয়ার এমন ঘটনায় নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর দেশীবাই গ্রামে তোলপাড় শুরু হয়েছে।
Advertisement
এই গ্রামের মাজেদুল ইসলামের ছেলে রাজমিস্ত্রি জরিবুল ইসলাম (২১) রাতারাতি পুরুষ থেকে পরিণত হয়েছেন নারীতে। এমন ঘটনায় গোটা উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পেশায় রাজমিস্ত্রি জরিবুল পাঁচ বছর আগে পাশের গ্রামের হোসনে আরার (১৯) সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। দেড় বছরের মাথায় জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান। জরিবুল বেশির ভাগ সময় ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। এরই মধ্যে গত ৪ সেপ্টেম্বর মেয়েলী পোশাকে হঠাৎ জরিবুল গ্রামের বাড়িতে এসে উপস্থিত হন। তার মেয়েলী চালচলন ও পোশাক দেখে এলাকায় শুরু হয় তোলপাড়।
গতকাল শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায়, জরিবুলের বাড়িতে অসংখ্য মানুষের ভিড়। দলে-দলে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন নর থেকে নারীতে রূপান্তরিত হওয়া জরিবুলকে দেখতে।
Advertisement
জরিবুল ইসলামের বাবা-মা বলেন, কিশোর বয়স থেকে তার চালচলন মেয়েলী স্বভাবের ছিল। অনেকবার কবিরাজি চিকিৎসা করিয়েছি। কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি। মেয়েলী স্বভাব থাকলেও কোনো দিন সে মেয়েদের পোশাক পরেনি।
একই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, জরিবুল ঢাকায় হিজড়াদের সঙ্গে মিশে ভিক্ষাবৃত্তির পেশা গ্রহণ করেছে বলে শুনেছি। তাই এমনটি হতে পারে।
এ বিষয়ে জরিবুল ইসলাম বলেন, আমি বর্তমানে নারী। তবে আমি আমার স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব পালন করব। এ নিয়ে কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না।
এ ব্যাপারে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদ আলম বলেন, হরমনের কারণে এমন ঘটনা ঘটতে পারে। আবার ইদানিং অনেক উন্নত দেশে আধুনিক প্রযুক্তির মাধ্যমে লিঙ্গান্তর হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষা না করে কিছু বলা যাবে না।
Advertisement
এএম/আরআইপি