বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারের জন্য কারাগারের ভেতের অস্থায়ী আদালত আইন মেনেই গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। এ বিষয়ে বিএনপির আইনজীবী জয়নুল আবেদীনের দেয়া বক্তব্যটি দৃষ্টি আকর্ষণ করা হলে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।
Advertisement
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জয়নুল আবেদীন। সেখানে জয়নুল বলেন, এই আদালতটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে স্থাপন করা হয়েছে। সরকার একতরফা যেনতেনভাবে বিচারকার্য পরিচালনা করে খালেদা জিয়াকে শাস্তি দেয়ার পাঁয়তারা করছে।
এমন বক্তব্য দৃষ্টি আকর্ষণ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আইন মেনেই কারাগারে অস্থায়ী আদালত গঠন করা হয়েছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার আমলে ওই মামলাটি করা হয়, বর্তমান সরকার মামলাটি করেনি। সাজা দেয়ার লক্ষ্যে সরকার চেষ্টা করছে, এটি ঠিক নয়। একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এমন বক্তব্য আদালতের প্রতি অনাস্থা, যা কোনোভাবেই কাম্য নয়। কোনো মামলা বিচারের জন্য কোনো স্থানকে আদালত হিসেবে ঘোষণা করা নতুন নয়।
বঙ্গবন্ধুর হত্যা মামলার বিচার যখন হয়, তখন পুরোনো কারাগারের একটি অংশকে আদালত ঘোষণ করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
Advertisement
এফএইচ/জেডএ/পিআর