বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘কে কোথায় বসে মিটিং করলো, ঐক্য করলো এটা নিয়ে আমরা ভাবি না। আমরা ভাবি দেশকে নিয়ে। তবে ২০১৩ সালের মতো আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নীরব থাকবে না।’
Advertisement
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক জেমস গোলসেনের নেতৃত্বে মার্কিন ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘২০১৪ সালের নির্বাচনকে বানচাল করার জন্য ২০১৩ সালে বিএনপি-জামায়াত রাস্তায় নেমে যেভাবে জ্বালাও-পোড়াও করেছে। এই সুযোগ আর কাউকে দেয়া হবে না।’
তিনি বলেন, কতটি আসনে ইভিএম ব্যবহার করা হবে এটা নির্বাচন কমিশনের ব্যাপার। তবে ইভিএম ব্যবহারের বিষয়টি এখন বিশ্ব স্বীকৃত।
Advertisement
আজকে নির্বাচন কমিশনের বৈঠকে ইভিএম এর বিরোধিতা করে একজন কমিশনার বৈঠক বর্জন করেছেন- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘একটা বিষয়ে কমিশনারদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। এটা নির্বাচন কমিশনের অভ্যান্তরীণ বিষয়।’
এমইউএইচ/এমবিআর/জেআইএম