বিনোদন

জোভান-নাবিলার ‘যে গল্পের শেষ নেই’

সুমন আর মোহনা একে অপরকে ভালোবাসে। সুমন ব্যবসার কাজে নেপালে আসে। নেপালে গিয়ে তারা একটা হোটেলে দুটি রুম নিয়ে ওঠে। এতে সুমন কিছুটা মনঃক্ষুণ্ন হলেও মোহনার কারণে সে কিছু বলেনা। কারণ মোহনার জন্যই সুমন আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

Advertisement

নেপালে আসার পর সুমন আর মোহনার মাঝে বিভিন্ন ঘটনা থাকে, যা সুমনকে বিস্মিত করে। কারণ যে সব ঘটনা সুমনের সাথে ঘটেছে, তা তার ঘটে যাওয়া অতীতের ঘটনা। এমনই গল্প নিযে নির্মিত হয়েছে নাটক ‘যে গল্পের শেষ নেই’। নাটকটি রচনা করেছেন পারভেজ ইমাম ও পরিচালনা করেছেন দীপু হাজরা।

নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাবিলা ইসলাম। নাটকটিতে আরও অভিনয় করেছেন মনোজ কুমার প্রামাণিক, আজমেরী আশা, আসিফ নজরুল প্রমুখ। বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বোরহান খান।

নির্মাতা সূত্রে জানা গেছে, এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালার মঙ্গলবার রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে।

Advertisement

এমএবি/এলএ/আরআইপি