খেলাধুলা

হকিতে মালয়েশিয়ার কাছে বড় হার বাংলাদেশের

টানা দুই ম্যাচ জয়ের পর এশিয়ান গেমস হকিতে হেরেছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় নিজেদের তৃতীয় গ্রুপ ম্যাচে বাংলাদেশ ০-৭ গোলে হেরেছে মালয়েশিয়ার কাছে। প্রথম ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে ওমানকে ও দ্বিতীয় ম্যাচে ৬-১ গোলে হারিয়েছিল কাজাখস্তানকে।

Advertisement

এশিয়ান গেমস হকিতে গ্রুপিং হওয়ার পরই বাংলাদেশের কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমুর্তি বলেছিলেন, মালয়েশিয়া ও পাকিস্তানের কাছে কম গোল খাওয়া হবে তার লক্ষ্য। আর হারাতে হবে ওমান, কাজাখস্তান ও থাইল্যান্ডকে। ওমান ও কাজাখস্তানকে হারানোর পর শুক্রবার মালয়েশিয়ার মুখোমুখি হয়ে বাস্তবতাই বুঝলো বাংলাদেশ।

প্রথম কোয়ার্টারে মালয়েশিয়াকে গোলশূন্য আটকে রাখার পর মনে হয়েছিল বেশি গোল বাংলাদেশের জালে দিতে পারবে না তারা। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ৩টি করে এবং শেষ কোয়ার্টারে এক গোল করে জয়ের ব্যবধান বড় করেই মাঠ ছাড়ে বিশ্ব হকির অন্যতম পরাশক্তি মালয়েশিয়া।

বাংলাদেশ চতুর্থ ম্যাচে খেলবে রোববার থাইল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ২৮ আগস্ট। বাংলাদেশ সময় বিকেল ৩ টায় শুরু হবে থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি।

Advertisement

আরআই/এমএমআর/এমএস