প্রবাস

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের জমি ক্রয়

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা, সৌদি আরবের নিজস্ব অফিস স্থাপনের জন্য সম্প্রতি জেদ্দা শহরের পশ্চিশ বোগদাদিয়া এলাকায় জেদ্দা মক্কা রোডের পার্শ্বে ৮ বিঘা (১০২০০ বর্গমিটার) জমি ক্রয় করেছে।

Advertisement

জেদ্দা কনস্যুলেট জেনারেলের পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। দলিলে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (লিগ্যাল) জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কাউন্সিলর (শ্রম কল্যাণ) মো. আমিনুল ইসলাম, কাউন্সিলর মো. আলতাফ হোসেন, কাউন্সিলর মুজিবুর রহমান, কার্য্যালয় প্রধান মোস্তফা জামিল খান ও অনুবাদক মাসুদুর রহমান প্রমুখ।

জমি রেজিস্ট্রি শেষে কনস্যুলেটের সব কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতিতে স্থানীয় সময় বিকেল ৩টায় দোয়া ও মোনাজাত করা হয়।

Advertisement

এমআরএম/জেআইএম