সোমবার থেকে ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে শুরু হয়েছে আইটিইউ-বিটিআরসি এশিয়া প্যাসিফিক রেগুলেটরস রাউন্ড টেবিল-২০১৮। চলবে মঙ্গলবার পর্যন্ত। এছাড়া ৮-১০ আগস্ট একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম এপিটি পলিসি অ্যান্ড রেগুলেটরি ফোরাম (পিআরএফ-১৮)।
Advertisement
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান দু’টিতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের বিভিন্ন দেশসমূহের রেগুলেটর প্রধান, সংস্থা প্রধান, অপারেটর, টেলিকম ও আইসিটি এক্সপার্টসহ প্রায় ১৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিকম সংস্থার (এপিটি) উদ্যোগে এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির যৌথ আয়োজনে টেলিযোগাযোগ বিশেষজ্ঞদের পাঁচ দিনব্যাপী এ দু’টি সম্মেলন অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত থাকবেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কিত আইটিইউ’র আঞ্চলিক পরিচালক আইওয়ান করোইভুকি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিকম সংস্থা এপিটির মহাসচিব আরিওয়ান হাওরাংসি।
Advertisement
২০১৮-২০২০ সাল পর্যন্ত এ অঞ্চলের জন্য টেলিযোগাযোগ ও আইসিটি সংক্রান্ত কৌশলপত্র প্রণয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হবে এবং ডিজাটাল অর্থনীতিতে উদীয়মান প্রযুক্তিসমূহের প্রবণতাসহ পলিসি, রেগুলেটরি চ্যালেঞ্জ ও উদ্ভাবন বিষয়ে আলোকপাত করা হবে বলে বিটিআরসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
৬-৭ আগস্ট অনুষ্ঠিত প্রথম দুই দিনের অনুষ্ঠানে বিভিন্ন কর্ম অধিবেশনে ডিজিটাল ট্রান্সফর্মেশন : ডিজিটাল অর্থনীতির জন্য ইকো-সিস্টেম, ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়নের বাধাসমূহ এবং এর প্রতিকার, নবপ্রযুক্তির চ্যালেঞ্জ এবং এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাসমূহের করণীয়, সবার জন্য ব্রডব্যান্ড সেবা, গ্রাহকের ডাটার নিরাপত্তায় লিগ্যাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলী গুরুত্বের সঙ্গে স্থান পাবে।
পরবর্তীতে ৮-১০ আগস্ট তিন দিনব্যাপী দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিকম সংস্থার ১৮তম পলিসি এবং রেগুলেটরি ফোরাম। উচ্চ পর্যায়ের টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত পলিসি এবং রেগুলেটরি ইস্যুসমূহ নিয়ে আলোচনা হবে ফোরাম দুটিতে।
আরএম/এমআরএম/পিআর
Advertisement