ধর্ম

বধিরদের জন্য ‘কুরআনিক অ্যাপ’ তৈরি করবে কুয়েত

বধিরদের জন্য ‘কুরআনিক অ্যাপ’ তৈরি করবে কুয়েত

যারা কানে শোনে না এমন লোকদের জন্য সাংকতিক ভাষায় তাফসিরসহ পবিত্র কুরআনুল কারিমের অ্যাপ তৈরি করবে কুয়েতের ‘কুরআনিক আঞ্জুমান আল-মানাবির’। আর এটি হবে বধিরদের জন্য প্রথম কুরআনিক অ্যাপ।

Advertisement

বধিরদের জন্য তৈরি এ অ্যাপসে তেলাওয়াত, ব্যাখ্যা-বিশ্লেষণ, ধর্মের অপরিহার্য বিষয়, পবিত্রতার আহকামসহ নামাজের বিস্তারিত নিয়ম থাকবে।

যারা অ্যান্ড্রয়েড মোবাইল এবং IOS (আইওএস) অপারেটিং সিস্টেম মোবাইল ব্যবহার করবে তারা এ অ্যাপটি ব্যবহারের সুবিধা পাবেন।

কুয়েতের কুরআনিক আঞ্জুমান ‘আল-মানাবির’-এর উদ্যোগে এবং ‘আহলি ইউনাইটেড’ ব্যাংকের আর্থিক সহায়তায় চলতি বছরের শেষ দিকে বধিরদের কল্যাণে এ অ্যাপটি নির্মাণ করা হবে।

Advertisement

আরও পড়ুন > আইফোনে হিজরি তারিখ পাবেন যেভাবে

অ্যাপটি নির্মাণের ফলে যারা ঠিকভাবে কানে শোনে না তারা পবিত্র কুরআনুল কারিমের তেলাওয়াতসহ তাফসির ও ইসলামের বিভিন্ন বিষয় জানতে পারবে। ইসলাম ও নামাজ সম্পর্কেও এ অ্যাপটিতে ধারণা দেয়া থাকবে।

এর আগেও কুরআনি আঞ্জুমান আল-মানাবির সংস্থাটি বধিরদের জন্য ‘মাওয়াহেবুর কুলুব’ নামক কুরআনিক অনুষ্ঠান সম্পাদন করেছে।

তাছাড়াও হজ এবং ওমরার যাবতীয় বিষয় সম্পর্কেও তারা বধিরদের প্রশিক্ষণ পরিচালনা করেছে। তারা বিশ্ববিদ্যালয়ের বধির ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা লাভে উন্নয়নমূলক কাজ করছে।

Advertisement

ইসলাম ও মুসলমানদের স্বার্থে কুরআনিক আঞ্জুমান আল-মানাবির-এ সব কার্যক্রম প্রশংসার দাবি রাখে।

এমএমএস/পিআর