চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (২০১৮ সালেরে এপ্রিল-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফায় উলম্ফন হয়েছে। আগের বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে প্রায় চার গুণ। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
Advertisement
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৮৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৩ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে ৬৫ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকের মতো চলতি হিসাব বছরের প্রথমার্ধেও (জানুয়ারি-জুন) ব্যাংকটির মুনাফা বেড়েছে। জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৪ পয়সা। অর্থাৎ অর্ধবার্ষিক হিসাবে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৭৮ পয়সা।
মুনাফার পাশাপাশ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৮৬ পয়সা, যা ২০১৭ সাল ৩১ ডিসেম্বর শেষে ছিল ২০ টাকা ৫১ পয়সা।
Advertisement
এদিকে প্রতিষ্ঠানটির পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে দাঁড়িয়েছে ঋণাত্মক ৩ টাকা ২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৯ টাকা ১৮ পয়সা।
এমএএস/এসএইচএস/জেআইএম