জাতীয়

সরকারি নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের সহযোগিতা চান নাসিম

নির্বাচনের বছরে সরকারের নির্দেশ বাস্তবায়নে জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

Advertisement

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অষ্টম কার্য-অধিবেশনে মন্ত্রী এই সহযোগিতা চান। অধিবেশন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ কথা জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য-অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকরা হচ্ছেন সরকারের প্রতিনিধি, তারা মাঠ পর্যায়ে থেকে পলিটিক্যাল গভর্নমেন্টের চিন্তা-সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে থাকে। তাদের এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছি আমরা- আমাদের যে কমিটমেন্টগুলো মানুষের কাছে আছে, বিশেষত স্বাস্থ্য সেবা ক্ষেত্রে, কমিটমেন্টগুলো বাস্তবায়নের জন্য আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন।’

Advertisement

তিনি বলেন, ‘আশা করি এই পদক্ষেপের মাধ্যমে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে তারা অগ্রণী ভূমিকা রাখবে। তারা হেলথ সেক্টরেও মাঠ পর্যায়ে অনেক ভূমিকা পালন করে থাকেন। সেক্ষেত্রে আমাদের নির্দেশনা থাকবে, আমরা বলেছি আপনাদের সমস্যা থাকলে আমরা অ্যাড্রেস করব, কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা আপনাদের সম্পূর্ণ সহযোগিতা চাই।’

সরকারের শেষ বছর, সেদিক থেকে এবারের ডিসি সম্মেলনের আলাদা গুরুত্ব আছে কিনা- জানতে চাইলে নাসিম বলেন, ‘নিশ্চয়ই আছে। যেহেতু নির্বাচনী বছর, আমাদের অনেকগুলো প্রকল্প বাস্তবায়নের জন্য চূড়ান্ত সময় এসে গেছে। যেগুলো বাকি আছে, সেগুলো বাস্তবায়নের জন্য তাদের দরকার।’

‘দে আর দ্য লিডার, মাঠ পর্যায়ে তারা আমাদের নেতৃত্বে দেন। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। সেজন্য তাদের বলেছি অন্তত নির্বাচনের বছরে আপনারা নিষ্ঠার সঙ্গে আমাদের দেয়া নির্দেশগুলো বাস্তবায়নে আপনারা সহযোগিতা করবেন।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘কোন হাসপাতালে হয়তো ডাক্তার সঙ্কট আছে, কোথাও অবকাঠামো সমস্যা আছে। সেগুলো নিয়ে কথা বলেছেন। তারা বলেছেন কমিউনিটি ক্লিনিক নিয়ে মানুষ অত্যন্ত আগ্রহী, কমিউনিটি ক্লিনিকের সার্ভিসে মানুষ অত্যন্ত সন্তুষ্ট।’

Advertisement

আরএমএম/জেএইচ/জেআইএম