আন্তর্জাতিক

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত ১৩

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে এক আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে এক রাজনীতিবিদও রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় আরও কমপক্ষে ৫৪ জন আহত হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার ওই হামলা চালানো হয়। আগামী মাসে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যথেষ্ঠ উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। তার মধ্যেই এ ধরনের হামলার ঘটনা নিরাপত্তা ব্যবস্থাকে আরও প্রশ্নবিদ্ধ করছে।

পেশোয়ার শহরে আওয়ামী ন্যাশনাল পার্টির একটি নির্বাচনী কাম্পেইনকে কেন্দ্র করে ওই হামলা চালানো হয়। এর আগেও তালেবানের মতো জঙ্গি গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়েছে আওয়ামী ন্যাশনাল পার্টি।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছিলেন, আগামী ২৫ জুলাইয়ের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় হুমকির আশঙ্কা রয়েছে। তার এমন ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলা চালানো হয়।

Advertisement

টিটিএন/জেআইএম