ভুল করে ট্রেলারের পরিবর্তে পুরো একটি সিনেমা ইউটিউবে আপলোড করে দিয়েছে প্রযোজনা সংস্থা সনি। ‘খালি দ্য কিলার: অফিসিয়াল রেড ব্যান্ড ট্রেলার' এর ট্রেলারের পরিবর্তে সংস্থাটি পুরো সিনেমাটি ইউটিউবে আপলোড করে দেয়। বিষয়টি প্রথম বিনোদন সংবাদের ওয়েবসাইট সিবিআর ডককমের নজরে আসে।
Advertisement
হলিউড প্রতিবেদকের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, প্রযোজনা সংস্থা সনি গত ৩ জুলাই ইউটিউবে ৮৯ মিনিট ৪৬ সেকেন্ডের সিনেমাটি ভুল করে আপলোড করে দেয়। ইউটিউব থেকে সরিয়ে নেয়ার আগে সিনেমাটি আট ঘণ্টা লাইভে ছিল।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়, যখন সংস্থার কর্মীদের তা খেয়াল হলো তখন প্রায় ৬ ঘণ্টা সময় কেটে গেছে। দেখা গেল সিনেমাটি ইতোমধ্যেই ১১,০০০ দর্শক দেখে ফেলেছেন।
প্রসঙ্গত, 'খালি দ্য কিলার' মূলত একটি ক্রাইম ড্রামা। এটি পরিচালনা করেছেন জন ম্যাথিউজ। সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করেছেন রিচার্ড ক্যাবরাল ৷ছবিতে উঠে এসেছে ঠান্ডা মাথার এক খুনির গল্প।
Advertisement
এসআর/আরআইপি