ধর্ম

ভারতে কুরআনের ৬৩০ বছরের পুরনো পাণ্ডুলিপি প্রদর্শন

মুম্বাইয়ের ‘মাখদুম আলি মাহিম’ নামে এক মুসলিম আলেমের সমাধিস্থ কমপ্লেক্সে ৬৩০ বছরের পুরনো কুরআনুল কারিমের সুপ্রাচীন পাণ্ডুলিপি দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে। মুসলিম আলেম মাখদুম আলি মাহিম এ পাণ্ডুলিপিটি স্বহস্তে লিখেছেন।

Advertisement

ভারতের মুম্বাইয় অবস্থিত মাখদুম আলি মাহিম এর সমাধিস্থল কমপ্লেক্সে প্রতি বছর এক দিনের জন্য ৬৩০ বছরের পুরনো কুরআনের সুপ্রাচীন পাণ্ডুলিপিটি প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়।

১৩৭২ খ্রিস্টাব্দে জন্ম নেয়া মাখদুম আলি মাহিম ১৪৩১ সালে ইন্তেকাল করেন। ভারতের অসংখ্য মুসলিম তাকে অনুসরণ করত। এখনও তার সমাধিস্থল জিয়ারতে অনেক মানুষ।

আরও পড়ুন > ভারতে ধর্ষণের অপরাধে কুরআনের বিধান চালু হচ্ছে!

Advertisement

উল্লেখ্য যে, কুরআনের এ পাণ্ডুলিপিটি মুসলিম আলেম মাখদুম আলি মাহিম স্বয়ং নিজ হাতে লিখেছেন বলে জানা যায়।

ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এ পাণ্ডুলিপিটি দেখার জন্য বছরের নির্ধারিত দিনে এ স্থানে ভিড় জমান। এ পাণ্ডুলিপিটির প্রত্যেক পৃষ্ঠায় ফার্সি ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য সংযোজিত রয়েছে। পাণ্ডুলিপিটি সমাধিস্থ কমপ্লেক্সে অতি যত্নসহকারে রক্ষণাবেক্ষণ করা হয়।

এমএমএস/পিআর

Advertisement