দেশজুড়ে

বাবার বাড়ির দরজায় পা রাখতেই সাপের কামড়, প্রাণ গেলো নারীর

বাবার বাড়ির দরজায় পা রাখতেই সাপের কামড়, প্রাণ গেলো নারীর

দিনাজপুরের বিরামপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে মৌসুমি আক্তার রতনা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৌসুমি আক্তার ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট গঙ্গাপুর এলাকার রতন সরকারের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলে স্বামীর বাড়ি থেকে বাড়ার বাড়িতে বেড়াতে আসেন মৌসুমি আক্তার। বাড়িতে এসে ঘরের দরজায় দাঁড়ানো মাত্র সেখানে সাপে কামড় দেয়। পরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

Advertisement

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহাজুল ইসলাম জানান, বিকেলে সাপে কাটা এক নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়।

স্থানীয় কাটলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মো. মাহাবুর রহমান/এসআর/জেআইএম

Advertisement